ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে বাইশ গজে নামলেই তিনি একের পর এক রেকর্ড ভাঙেন। প্রতিদিন তিনি প্রমাণ করছেন, তিনি এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান! অনেকে আবার তাঁকে শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেন। বিরাটের অনুপ্রেরণা শচীন। তাই মাস্টার ব্লাস্টারের সঙ্গে এই তুলনা তিনি পছন্দ করেননা। বিরাট নিজে জানিয়েছিলেন, মাস্টার ব্লাস্টারের সঙ্গে ড্রেসিরুম শেয়ার করা তাঁর কাছে স্বপ্নের মতো। তবে তাতে শচীন-কোহলির তুলনা থামছে না।
শচীন তেন্ডুলকরের বাইশ গজের পার্টনার বীরেন্দ্র সহবাগ এবার তেন্ডুলকর-কোহলি তুলনায় নেমে পড়লেন। শ্রেষ্ঠত্বের বিচারে শচীনের সঙ্গে কোহলির তুলনা করতে গিয়ে বীরু বললেন, ”বিরাটের রানের খিদে ওকে তাড়িয়ে বেড়ায়। রেকর্ড গড়াটা ওর কাছে অভ্যেসের মতো হয়েছে। আমার ধারণা, একদিন ও শচীনের সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে”। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর একটি মাত্র সেঞ্চুরি করলেই বিরাট কোহলি ছুঁয়ে ফেলবেন রিকি পন্টিংকেও। কোহলি ক্যাপ্টেন হিসাবে ১৮টি সেঞ্চুরি করেছেন। পন্টিং ক্যাপ্টেন হিসাবে করেছেন ১৯টি সেঞ্চুরি।
শচীনের একটি মাত্র রেকর্ড বিরাট ভাঙতে পারবেন না বলে জানালেন সহবাগ। জানালেন, সেই রেকর্ড বিরাট কেন আর কোনও ব্যাটসম্যানের পক্ষেই ভাঙা সম্ভব নয়। কী সেই রেকর্ড! সহবাগ বললেন, ”শচীনের ২০০টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড অক্ষত থাকবে। ওটা আর কারও পক্ষে ভাঙা সম্ভব নয়।”