প্রত্যাশামতোই ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে শীর্ষবাছাইয়ের তকমা পেলেন নোভাক জকোভিচ। শেষ পাঁচটি গ্র্যান্ড স্লামের চারটিতেই চ্যাম্পিয়ন। গত ১৩ মাসে শুধু ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠতে পারেননি। আসন্ন ইউএস ওপেনে তিনিই যে পুরুষদের সিঙ্গলসে অন্যতম হট ফেবারিট, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মহিলাদের মধ্যে শীর্ষবাছাই নাওমি ওসাকা।
তিনবারের চ্যাম্পিয়ন জকোভিচের পরেই রয়েছেন রাফায়েল নাদাল। তৃতীয় বাছাইয়ের স্বীকৃতি পেয়েছেন রজার ফেডেরার। তাঁর পরে রয়েছেন যথাক্রমে অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম, রাশিয়ার ড্যানিল মেদভেদেভ ও জার্মানির আলেকজান্ডার জেরেভ। মারিন সিলিচ, স্ট্যান ওয়ারিঙ্কারাও বাছাই তালিকায় রয়েছেন।
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ফ্রেঞ্চ ওপেন জয়ী অ্যাশ বার্টি। তাঁর পরে যথাক্রমে রয়েছেন ক্যারোলিনা প্লিসকোভা এবং উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। বাছাই তালিকায় প্রথম পাঁচে জায়গা পাননি সেরেনা উইলিয়ামস। গতবছরের রানার্স সেরেনা এ বছর রয়েছেন বাছাই তালিকায় ৮ নম্বরে।