ডুরান্ডের ডার্বির স্বপ্ন ভেঙে চুরমার। তারপর থেকেই কলকাতা লিগে মরশুমের প্রথম বড় ম্যাচের তাপ উঠতে শুরু করল ময়দানে। আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে ম্যারাথন বৈঠক হয় আইএফএ–র। ২৬ আগস্ট, সোমবার থেকে ডার্বির টিকিট বিক্রি শুরু করার কথা ভাবছে আইএফএ। ডার্বি উপলক্ষে নানান চমকের পরিকল্পনা করছেন সচিব জয়দীপ মুখার্জি। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত হয়ে থাকে, এবার সেই সোনার কয়েনে ডার্বিতে টস করার পরিকল্পনা সচিব জয়দীপের। ডার্বির ইতিহাসে সোনার কয়েনে টস করার নজির নেই। টস হয়ে যাওয়ার পর সোনার কয়েনটির কী হবে? সূত্রের খবর, স্পনসর পাওয়া গেলে সোনার কয়েনটি ডার্বিতে ম্যাচের সেরা হওয়া ফুটবলারকে পুরস্কৃত করা হবে।
কলকাতা প্রিমিয়ার লিগে মোহন বাগান ও ইস্ট বেঙ্গলের মধ্যে প্রথম প্রদর্শনী ম্যাচটি আগামী ১ সেপ্টেম্বর সল্টলেক স্টেডিয়ামে হচ্ছে। ইদানীং আইএফএ পরিচালিত প্রিমিয়ার লিগে কোনও প্রদর্শনী ম্যাচ দিনের আলোয় হয়নি। কিন্তু খরচ বাঁচাতে আইএফএ এবার বড় ম্যাচটি দুপুর তিনটেয় আয়োজন করছে। ফ্লাড লাইটে ম্যাচ করতে হলে এখন আইএফএ’কে প্রায় ১৫ লাখ টাকা খরচ করতে হত। এই ম্যাচের গেট সেলের উপর আইএফএ’র আর্থিক অবস্থা কিছুটা হলেও নির্ভর করে। কারণ লিগের স্পনসর ও একটি কো-স্পনসরের কাছ থেকে মোট ৩০ লাখ টাকা পূর্বতন সচিবের আমলে অগ্রিম নেওয়া হয়েছে।
সোমবার থেকে ডার্বির টিকিট বিক্রি শুরু হবে। ডার্বির সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা (লোয়ার টায়ার)। এছাড়াও ১৫০ (আপার টায়ার), ২০০ (মিডল টায়ার) এবং ভিআইপি ৪০০ ও ৬০০ টাকা দাম নির্ধারিত হয়েছে। বৈঠকে পুলিশের তরফে বলা হয়েছে, ডার্বির দিন রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। পুলিশ জানিয়েছে, ফুটবলাররা যেন ব্যক্তিগত গাড়ি নিয়ে স্টেডিয়ামে না প্রবেশ করেন। টিম বাসে দু’দলের সমস্ত ফুটবলারদের প্রবেশ করতে হবে। ডার্বির দিন যুবভারতীর ১ ও ২ নম্বর গেট বাগানের জন্য, ইস্টবেঙ্গলের জন্য ৩ ও ৪ নম্বর গেট। অন্যদিকে, রবীন্দ্র সরোবর মাঠ আইএফএ–কে ঘরোয়া লিগের জন্য ব্যবহার করার অনুমতি দিয়ে রাজ্য ফুটবল সংস্থায় চিঠি পাঠাল রাজ্য ক্রীড়া দপ্তর। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এ কারণে ধন্যবাদ জানিয়েছেন জয়দীপ।