দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট ঘোষণার দিনই ধস নেমেছিল শেয়ার বাজারে। আর ঠিক তারপরের সপ্তাহেই আরও ভয়াবহ চেহারা নিয়ে তা রীতিমতো ঝাঁকুনি দিয়েছিল লগ্নিকারীদের। সেই পতনের বহর ছিল ৭৯২.৮২ পয়েন্ট। তারপর আগস্টের দ্বিতীয় সপ্তাহেও শেয়ারবাজারে বিশাল পতন ঘটে। পড়ে যায় টাকার দামও। এখনও বিশ্ব বাজারে পতন অব্যহত ভারতীয় মুদ্রার। বৃহস্পতিবার ডলারের তুলনায় ২৬ পয়সা পড়ে যায় টাকার দাম। গত ৮ মাসের মধ্যে যা টাকার রেকর্ড পতন।
প্রসঙ্গত, গত কয়েক দিন থেকে টাকার দাম এমনিতেই পড়ছিল। গত বুধবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭১.৫৫ টাকা। বৃহস্পতিবার বাজার খোলার সময় তা আরও কমে দাঁড়ায় ৭১.৬৫ টাকা। এবং এক সময় তা নেমে আসে ৭১.৯৭ টাকায়। ইক্যুইটি বাজার এবং বিদেশি মুদ্রার নির্গমণের জেরে ভারতীয় মুদ্রার এই পতন বলে মনে করা হচ্ছে। তবে, এবারের বাজেটে অতি ধনী, অবিভক্ত হিন্দু পরিবার এবং ট্রাস্ট-সহ ব্যক্তি সমষ্টির সংগঠনের ক্ষেত্রে আয়করে সারচার্জের হার বাড়ানোর প্রস্তাবের নেতিবাচক প্রভাবেও এমনটা হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।