জন্মাষ্টমীতে কচুয়াতে ঘটে গেল বিপর্যয়। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু। এখনও পর্যন্ত পাওয়া খবরে মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন প্রায় ২৭ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। ঘটনার খবর পেয়েই ন্যাশনলা মেডিক্যাল কলেজে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি।
বসিরহাট মহকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার মন্দিরে প্রতিবছরই জন্মাষ্টমীতে মানুষের ঢল নামে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগনিত ভক্ত কচুয়ায় আসেন। জানা গেছে, রাতে তিনটে নাগাদ ভিড়ের চাপে লোকনাথ বাবার মূল গৃহে ঢোকার আগে পুকুরের ধারে পাঁচিলের একাংশ ধসে পড়ে। তার নীচে চাপা পড়ে যান অনেকেই। তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ছোটাছুটি শুরু হতেই পদপিষ্ট হন অনেকেই।
আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে বসিরহাট জেলা হাসপাতাল, ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পাঠানো হয় আরজিকর, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের একজনকে এসএসকেএমে স্থানান্তরিত করা হচ্ছে।
অভিযোগ, ভিড় বাড়লেও, মন্দির কর্তৃপক্ষের তরফে তা সামাল দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। তার উপর বৃষ্টি হয়। এরপরই মন্দির সংলগ্ন একটি পাঁচিল ভেঙে পড়ে। ওই দুর্ঘটনার পরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হন পুণ্যার্থীরা। ভক্তদের অভিযোগ, প্রতিবার ভিড় সামলাতে লকগেটের ব্যবস্থা থাকলেও এ বার তা ছিল না। ফলে বহু মানুষের সমাগমে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।