তাঁদের কাছে গরু ভগবান। বলা যেতে পারে একেবারে মায়ের সমান। তাই গো-মাতাকে রক্ষার জন্য বিভিন্ন রাজ্যে রয়েছে তাঁদের নিজস্ব গোরক্ষক বাহিনীও। যাদের দাপাদাপিতে সর্বক্ষণ তটস্থ দেশের সাধারণ জনগণ। গরুকে নিয়ে রাজনীতিও কম করেনি কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার।
আর এবার সেই বিজেপিরই এক কর্মীর গোশালাতে মৃত্যু হল অনেকগুলো গরুর। একটি বা দু’টি নয়, একেবারে একডজন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশ জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, সে রাজ্যের দেওয়াস জেলার রাবৈদ্য গ্রামের বিজেপি কর্মী বরুণ আগরওয়ালের গোশালায় এই গো-মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে, অম্বা রাম নামে এক ব্যক্তি নিজের হারিয়ে যাওয়া গরুর সন্ধানে ওই গোশালায় আসার পর। নিজের গরুকে জীবিত অবস্থায় পেলেও, বেশ কয়েকটি গরুকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এছাড়াও বেশ কয়েকটি গরুর কঙ্কালেরও দেখা মেলে সেখানে। মালিক বরুণ আগরওয়ালকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিতে পারেননি।
জানা গেছে, এরপরই ওই ব্যক্তি এলাকার মিউনিসিপ্যাল কর্পোরেশনে গোটা বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান সরকারি আধিকারিকরা। সেখানে বেশ কয়েকটি গরুকে তাঁরা উদ্ধারও করেন। জানা যায়, বেশি সংখ্যায় গরু রাখার কারণেই এই অবস্থা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বরুণের নামে মামলাও স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করা হয়েছে।