টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের পর এটা নতুন করে শুরু করা শুধু নয়, একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অভিযান শুরু হয়ে যায়। ভারতীয় দল নতুন ভাবে সব কিছু শুরু করতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ এক সময় যে ক্রিকেটীয় শক্তি ছিল, বর্তমানে তা আর নেই। গত বিশ্বকাপ আর চলতি ভারত সিরিজ থেকেই সেটা পরিষ্কার। ক্যারিবিয়ান ক্রিকেটে এখন পুনর্গঠন পর্ব চলছে। আর প্রচুর প্রতিভাও আছে টিমটায়, এমনটাই মনে করেন সৌরভ গাঙ্গুলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেন করুক রোহিত শর্মা, এমনটাই চান সৌরভ।
ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা নিতে হবে তা হল, রোহিত শর্মা না অজিঙ্ক রাহানে, কাকে খেলাবে? দক্ষিণ আফ্রিকা সফরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিল রোহিত। কিন্তু অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ওর পারফরম্যান্স ভাল-খারাপ মেশানো ছিল। রাহানে সেখানে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টেস্টে ভাল একটা ইনিংস খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় চেনা রাহানেকে পাওয়া যায়নি।
ভারতের দিক থেকে ভাবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টিম কম্পোজিশন। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে গিয়ে টেস্টে যে খেলাটা খেলেছে ঋষভ পন্থ তাতে ঋদ্ধিমান সাহার নয়, পন্থেরই নামা উচিত। হার্দিক পান্ডিয়া না থাকায় রবীন্দ্র জাদেজার কাছে একটা সুযোগ। সেই ফাঁকা স্লটটা ভরতি করার সুযোগ। জাদেজা ব্যাট করতে পারে, দ্বিতীয় স্পিনারের কাজটাও করে দিতে পারবে। টিম ম্যানেজমেন্টও চাইবে, ওকে সেই ভূমিকায় দেখতে। ইশান্ত শর্মা আর জসপ্রীত বুমরার খেলা নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে ভুবনেশ্বর কুমারের বদলে দেখতে চাইব মহম্মদ শামিকে।