জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করেছিলেন ওয়াইএসআর কংগ্রেস। সেই ঘটনার ১৫ দিনও কাটেনি। এবার তাঁদেরই প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বিরুদ্ধে সম্মুখসমরে নামল বিজেপি। তাদের দাবি, জগন মোহন হিন্দুবিরোধী।
অন্ধ্রপ্রদেশ বিজেপি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, বুধবার আমেরিকার একটি ফাংশনে আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন করেননি জগন। বিজেপির দাবি, ‘ভোটের জন্য হিন্দুদের বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী।’ জবাবে মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, সেই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের কোনও ব্যবস্থাই ছিল না। শুধু বৈদ্যুতিন আলো জ্বালানো হয়েছিল।
অন্ধ্রের জন্য বিনিয়োগ টানতে আমেরিকা সফরে গিয়েছেন জগন মোহন রেড্ডি। বিজেপি নিজেদের সপক্ষে যুক্তি দিতে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। যেখানে একটি প্রদীপের দিকে হাত বাড়ানো অবস্থায় জগনকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এরপর তিনি সেখান থেকে হেঁটে চলে যান আর এক উদ্যোক্তা প্রদীপটা জ্বালান। ডালাসে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রবাসী তেলুগুরা।
জগনের উদ্দেশ্যে করা সেই টুইটে বিজেপি বলেছে, ‘আমেরিকায় একটি অনুষ্ঠান উদ্বোধনের আগে প্রদীপ জ্বালাতে চাননি জগন মোহন রেড্ডি। ভোটের জন্য মন্দিরে গিয়ে গিয়ে তিনি হিন্দুদের বোকা বানিয়েছেন। রাহুল গান্ধীর মতো ভোটের জন্য তিনি হিন্দু ছিলেন। আর এখন হিন্দুদের দিকে ঘুরেও দেখছেন না।’