উত্তরবঙ্গে ফের গেরুয়া হামলার শিকার দুই তৃণমূল নেতা। জানা গেছে, আজ সকালে প্রকাশ্যে দুই তৃণমূল নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের বড় চোকিয়ারছড়া এলাকায়। আহত দুই তৃণমূলনেতার নাম মমিদুল মিঞা ও নবিরুদ্দিন মিঞা। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এদিন ঘটনার পর সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় বাজারেই দুই তৃণমূল নেতা দাঁড়িয়ে কথা বলছিলেন। অভিযোগ, আচমকাই কয়েকজন যুবক অস্ত্র হাতে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁরা। শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয় সেই দুই নেতার। সকালে লোক কম থাকায় হামলা চালায় তাঁরা। পরে দুই নেতার আর্তনাদ শুনতে পেয়ে লোক ছুটে এলে, পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকার বাসিন্দাদের মত, অস্ত্র উঁচিয়েই এলাকা থেকে চম্পট দেয় সেই দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়ে থাকেন দুই তৃণমূল নেতা। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দ্রুত তাঁদের শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। পরে সেখান থেকে তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।