আচমকা আগুন লাগল দিল্লীর এইমসে। এমার্জেন্সি ওয়ার্ডের কাছে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২২টি ইঞ্জিন। উল্লেখ্য এখানেই ভর্তি অাছেন অরুণ জেটলি৷ তবে তিনি যেখানে আছেন সেখানে আগুন পৌঁছয়নি৷ তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা৷ যেখানে জেটলির মত এমন হাইপ্রোফাইল ব্যক্তির চিকিৎসা চলছে সেখানে ন্যূনতম নিরাপত্তা নেই৷ আর শুধু জেটলিই নয়, বাদবাকি যারা ভর্তি অাছেন তাঁদের নিরাপত্তা নিয়েই বা কর্তৃপক্ষ এত উদাসীন কেন?
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২২টি ইঞ্জিন। প্রাথমিক ভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখান থেকে সকলকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
কী ভাবে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে অনুমান শর্ট সার্কিট৷কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। আগুন নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল পরিদর্শন করবেন দমকল আধিকারিকরা। দমকল কর্মীরা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ের এক তলায় প্রথমে আগুন লাগে। তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে বাকি অংশে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।