শিয়ালদহ উড়ালপুরের স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা চারদিন বন্ধ। জোরকদমে চলছে স্বাস্থ্য পরীক্ষা। সঙ্গে চলছে সারাইয়ের কাজ। উড়ালপুলের যে অংশে কাজ চলছে সেখানে ৯টি সেন্সর লাগানো হয়েছে। বিভিন্ন ওজনের গাড়ি দাঁড় করিয়ে বিভিন্ন অবস্থায় উড়ালপুলের বহন ক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।
অন্যদিকে হাওড়ার বঙ্কিম সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ থেকে ২৫ আগস্ট যান চলাচল নিয়ন্ত্রিত হবে। শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে তার সংস্কারের জন্য কলকাতার ট্রাফিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে চাতলা সেতুরও সারাইয়ের কাজ চলছে।
হাওড়ার বঙ্কিম সেতু বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানা গেছে, হাওড়া স্টেশন থেকে কোনও গাড়ি ওই ৩ দিন বঙ্কিম সেতুতে উঠতে পারবে না। এই কয়দিন রুট বদলের ব্যাপারে হাওড়া সিটি পুলিশের সঙ্গে হাওড়া বাস মালিক সংগঠনের কর্তাদের বৈঠক হয়েছে।
–নিজস্ব চিত্র