৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই ভূস্বর্গ স্তব্ধ। বন্ধ স্কুল-কলেজ সবকিছুই। তবে ধীরে ধীরে উন্নতি হয়েছে অবস্থার। জম্মুতে চালু হয়েছে স্কুল-কলেজ। এবার কাশ্মীরেও খুলতে চলেছে সব স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। জানা গেছে, আগামী ১৯ আগস্ট কাশ্মীর উপত্যকায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে সরকার।
সম্প্রতি, ৩৭০ ধারা অবলুপ্তের পর জম্মুতে সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এই এলাকা। পরে নিরাপত্তার বেড়াজালও উঠিয়ে নেওয়া হয়। তোলা হয় ১৪৪ ধারাও। তবে কাশ্মীর উপত্যকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হলেও নিরাপত্তার খাতিরে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে।
গত ৫ আগস্ট সংসদে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংখ্যাগরিষ্ঠতার বলে বিল পাশ করিয়ে কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার স্বার্থে উপত্যকায় জারি করা হয় কার্ফু। ঈদ ও স্বাধীনতা দিবস পালনেও বজায় থেকেছে নিরাপত্তাবাহিনীর এই কড়াকড়ি। তবে এখনও এই ১৪৪ ধারা জারি থাকলেও খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।