তুফানগঞ্জের তৃণমূল সমর্থক এক দম্পতিকে বাড়ি ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম দম্পতিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুফানগঞ্জের বক্সিরহাটের বাসিন্দা ওই দম্পতি। তাঁদের নাম প্রদীপ বর্মন ও মিনতি বর্মন। অভিযোগ, তৃণমূলের সমর্থক হওয়ায় সম্প্রতি ওই দম্পতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করেন তাঁরা। এই নিয়ে দু’তরফের টানাপড়েন চলছিল গত কয়েকদিন ধরে।
বৃহস্পতিবার গভীর রাতে প্রদীপবাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর স্ত্রী মিনতিদেবীকেও। পরে পড়শিরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রদীপবাবু বলেন, “আমরা তৃণমূলের বহু পুরনো কর্মী। কেন দল করি সেই অপরাধে বিজেপি টাকা চায় আমাদের কাছে। কেন টাকা দেব? আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”