জম্মু-কাশ্মীরের মানুষের স্বতন্ত্র পরিচয় আদৌ সঙ্কটে পড়েনি বলে স্বাধীনতা দিবসে আশ্বাস দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। এই প্রথমবার। এমন স্বাধীনতা দিবস আগে দেখেনি ভূস্বর্গ। কিন্তু ৩৭০ ধারা অবলুপ্ত হয়ে যাওয়ার কারণে আর এই প্রথমবার স্বাধীনতা দিবসের আমেজে ভাসল কাশ্মীর।
কাশ্মীরের শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে সদর্পে উড়েছে ভারতের তেরঙ্গা পতাকা। বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই আবার আমলা। এক দলকে আনা হয়েছিল আবার কাশ্মীরের বাইরে থেকে। জাতীয় পতাকা নিয়ে ‘ভারত মাতা কি জয়’ শ্লোগান দেন তাঁরা। দিল্লি থেকে প্রায় ১৫০ জন সাংবাদিক থাকলেও কাশ্মীরের সাংবাদিকদের মধ্যে অল্প কয়েক জন হাজির ছিলেন। কারণ, উপত্যকায় নিষেধাজ্ঞার জেরে প্রকাশিত হচ্ছে না সেখানকার অধিকাংশ সংবাদপত্রই। ওই অনুষ্ঠানেই মালিক বলেন, ‘‘সরকারের ঐতিহাসিক পদক্ষেপের ফলে রাজ্যে কাশ্মীরি, ডোগরি, গোজরি, পাহাড়ি, বালটি, শিনার মতো ভাষার প্রসার ঘটানো যেতে পারে। অনেক জনজাতির রাজনৈতিক প্রতিনিধিত্ব ছিল না। জনজাতিভুক্ত মানুষ এ বার সেই প্রতিনিধিত্ব পাবেন।’’
জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, ‘কোন মতেই কাশ্মীরের মানুষের পরিচিতি ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। আপনারা আশ্বস্ত থাকুন।’ শ্রীনগরে নিজের বাড়ির সামনে বসেছিলেন বছর আটত্রিশের বিলাল আহমেদ। বললেন, ‘‘ভারতের স্বাধীনতা দিবস আমাদের পক্ষে কালো দিবস। কাশ্মীরিরা এখনও স্বাধীনতা পাননি। স্বাধীন হলে এ ভাবে খাঁচায় বন্দি করে রাখা হতে না।’’ স্টেডিয়াম থেকে কিছুটা দূরেই ফাঁকা ফুটপাথে বসেছিলেন বছর সত্তরের গুলাম আহমেদও। বললেন, ‘‘বাড়িতে বসে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছি। তাই বাইরে বসে আছি।’’ জুতো সারাইয়ের কাজ করেন গুলাম। বললেন, ‘‘দশ দিন ধরে কাজ করিনি। আমি অসুস্থ। কিন্তু ওষুধ কেনার পয়সা নেই।’’