সম্পূর্ণ অন্যভাবে এবার স্বাধীনতা দিবস কাটালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা মহেন্দ্র সিং ধোনি। লাদাখে জওয়ানদের সঙ্গে গোটা দিন কাটালেন মাহি। টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ধোনি লাদাখের সেনা হাসপাতাল পরিদর্শন করেন এ দিন। সেনাদের সঙ্গে কথা বলেন।
গতকাল ধোনি লে-তে জাতীয় পতাকা উত্তোলন করেন। ধোনির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে তিনি সেনাবাহিনীর লোকজনের সঙ্গে কথাবার্তা বলছেন। বুধবারই ধোনি লাদাখে পৌঁছে যান বলে খবর। নিরাপত্তার জন্য অবশ্য ধোনি কোথায় যাবেন, তা আগে থেকে জানানো হয়নি।
সেনার এক আধিকারিক জানিয়েছেন, “ধোনি ভারতীয় সেনার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর। উনি নিজের ইউনিটের জওয়ানদের জন্য আদর্শ। অনেক সময়ই দেখা যায় আর পাঁচজন জওয়ান যা করছেন, ধোনিও তাই করছেন। জওয়ানদের সঙ্গে ক্রিকেট এবং ভলিবল খেলতেও দেখা যায় তাঁকে।”
গত ৩১ জুলাই থেকে উপত্যকায় সেনা বেশে কর্তব্য পালন করছেন ধোনি। ক্রিকেট থেকে বিরতি নিয়ে আপাতত দেশসেবায় নিয়োজিত করেছেন নিজেকে। বৃহস্পতিবারই তাঁর প্রশিক্ষণের শেষদিন। এতদিন ভিক্টর ফোর্সের অংশ হিসেবে দক্ষিণ কাশ্মীরের এক অঞ্চলে অন্যান্য সেনাদের সঙ্গে টহল দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল। ১০৬ টিএ প্যারা ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে ১৫ দিন কাটালেন তিনি।
বিশ্বকাপের পরেই জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে ধোনি সেনাবাহিনীতে যোগ দেবেন। তখনই জানানো হয়েছিল, কাশ্মীরে ধোনি টহল দেবেন। সেই মতোই ৩১ জুলাই থেকে সেনাবাহিনীর সঙ্গে রয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। ঘটনাচক্রে, সেনাবাহিনীতে গতকালই ধোনির শেষ দিন। এর পর ধোনি কী করবেন, তা নিয়ে জোর জল্পনা।