দিল্লী বিমানবন্দর থেকে গ্রেফতার কাশ্মীরের রাজনীতিক শাহ ফয়জল। জানা গিয়েছে, বিদেশ যাওয়ার চেষ্টা করার আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শেষ পাওয়া খবর, পুলিশ ইতিমধ্যেই দিল্লী থেকে শ্রীনগরে নিয়ে গিয়েছে ফয়জলকে। পুলিশের দাবি, তিনি ইস্তানবুলে যাচ্ছিলেন।
প্রথম কাশ্মীরি হিসেবে আইএএস পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছিলেন ৩৫ বছরের শাহ ফয়জল। কিন্তু শেষমেশ কাশ্মীরের জন্যই চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদান করেন তিনি। শুরু থেকেই মোদী সরকারের বিরোধিতায় সরব ফয়জল। সম্প্রতি কাশ্মীর নিয়ে কেন্দ্র যা পদক্ষেপ গ্রহণ করেছে তার পর মোদী বিরোধিতা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবারই টুইটারে শাহ ফয়জল বলেছিলেন, কাশ্মীরে এই মুহূর্তে অহিংস আন্দোলনের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “কাশ্মীরিদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে দীর্ঘমেয়াদী অহিংস আন্দোলনের প্রয়োজন হয়ে পড়েছে।” বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরিদের দুটো রাস্তা খোলা বলে মনে করেন ফয়জল। হয় সরকারের এক্কেবারে সমর্থক হয়ে যাওয়া আর নয় বিচ্ছিন্নতাবাদী হয়ে যাওয়া। তাঁর মতে, এখন মধ্যপন্থার কোনো জায়গাই নেই।