মুর্শিদাবাদে কেবলমাত্র ৬ দিনের ফারাকে কান্দি মহকুমায় ফের গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল নেতা। মইনুল শেখ নামে ওই তৃণমূল নেতা হলেন খড়গ্রাম থানার বালিয়া হাটগ্রামের বুথ কমিটির সহসভাপতি। শনিবার রাতে বাড়ি ফেরার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার রাতেই কলকাতায় নিয়ে আসা হয়। এর ৬ দিন আগে কান্দি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য জাহাঙ্গির শেখকে দুষ্কৃতীরা গুলি করেছিল। ঠিক তাঁর পর দিন মৃত্যু হয় জাহাঙ্গিরের।
শনিবার রাতে চাষের কাজ সেরে মোটর বাইকে চেপে একা বাড়ি ফিরছিলেন মইনুল। তাঁর পথ আটকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে পেটে ও বুকে। তৃণমূলের জেলা সভাপতি, সাংসদ আবু তাহেরের অভিযোগ, “লোকসভা ভোটের পর একের পর এক তৃণমূল নেতা–কর্মীকে খুন করা হচ্ছে। ডোমকলে কমপক্ষে ৪ জন খুন হয়েছেন। হরিহরপাড়ায় খুন হয়েছে। এবার কান্দিতে আক্রমণ করা হয়েছে। কংগ্রেস জেলায় ফের খুনের রাজনীতি শুরু করেছে। মানুষ এই রাজনীতি বুঝতে পারছেন। তারাই উপযুক্ত জবাব দেবেন”।