সুইজারল্যান্ডের জারডিয়ান শাকিরি মূলত সার্বিয়ার কসোভো অঞ্চলের বাসিন্দা। গতকাল সার্বিয়ার বিরুদ্ধে জয়সূচক গোলটি আসে তারই পা থেকে। ১৯৯৮-৯৯ সালের যুদ্ধশেষে কসভোকে দখল করে সার্বিয়া। তখন শাকিরির পরিবার চলে যায় সুইজারল্যান্ডে। শাকিরিরা নেয় সুইজ্যারল্যান্ডের নাগরিকত্ব। কিন্তু শাকিরি ভোলে নি জন্মভূমিকে, কসোভো’র মাটিকে, যে জন্মভূমিকে জেতাতে নয়, জন্মভূমির দখলদারদের হারাতে নেমেছিল সে বিশ্বকাপের মাঠে। গতকাল তার প্রতিবাদী পায়ের বুটের দু’পায়ে তাই ছিল দুই দেশের প্রতীক চিহ্ন। ডান পায়ে জন্মদাতৃ সারবিয়ার (কসোভো), বাম পায়ে পালিতা মা সুইজারল্যান্ডের।
