ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যাম ও আর্সেনালের মতো প্রথম সারির দলগুলি জয় দিয়ে তাদের প্রিমিয়র লিগ অভিযান শুরু করেছে৷ তবে কোনও দলকেই প্রথম ম্যাচে এমন বড়সড় বাধা টপকাতে হয়নি, সূচি অনুযায়ী যেমনটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে প্রতিবন্ধকতা ছিল প্রথম রাউন্ডেই৷ প্রিমিয়র লিগের শুরুতেই রেড ডেভিলসদের সামনে ছিল চেলসির চ্যালেঞ্জ৷ বলাবাহুল্য, ঘরের মাঠে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে লিগ অভিযান শুরু করে ওলে গানার সোল্কজায়েরের ম্যান ইউ৷
প্রথম ১৫ মিনিট বেশ ছন্দেই মনে হয়েছিল ট্যামি আব্রাহাম, পেদ্রো, জর্গিনহোদের। তাল কাটল ডিফেন্ডার কার্ট জুমার বিশ্রী একটা ট্যাকলেই। কার্ট জুমার সেই ট্যাকলেই পেনাল্টি পেল ইউনাইটেড। মার্কাসের গোলে ১-০। এর পর আর ওলে গানার সোল্কজায়েরের টিমকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লিভারপুলের চার গোল, ম্যাঞ্চেস্টার সিটির পাঁচ গোলের পর ইউনাইটেডও লিগ শুরু করল চার গোলে। মরসুমের প্রথম বড় ম্যাচেই।
প্রথম ম্যাচে জিতে শুরু করেছে লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটি। ওই দুই টিমকে চাপে রাখতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল দুই টিমের জন্যই। বিশেষ করে আর্সেনাল, টটেনহ্যামও যখন জিতে শুরু করেছে। ল্যাম্পার্ডের চেলসির ডিফেন্স যে এখনও তৈরি নয়, তা বুঝিয়ে দিল ইউনাইটেড।
এ দিনই অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের শুরু বেশ সাদামাটা। উনাই এমেরির টিম বল পজেশন রাখতে সক্ষম হলেও গোলের লক্ষ্যে বেশি শট নিতে পারেনি আর্সেনাল। তবে পিয়ের এমেরিক অবামেয়াং যে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার, তা আবার বোঝালেন। প্রিমিয়ার লিগে প্রথম ৫০ ম্যাচে ৩৩টি গোল হল তাঁর। যা থিয়েরি অঁরি, ফের্নান্দো তোরেস বা রবিন ফান পার্সির থেকেও ভালো। প্রথম ৫০ ম্যাচে তাঁর থেকে বেশি গোল ছিল মাত্র চার জনের। তার মধ্যে আছেন অ্যালান শিয়ারার বা এখনকার মোহামেদ সালাহ্।
টটেনহ্যাম আবার ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খেয়েছিল প্রথম ম্যাচে। শনিবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে ৯ মিনিটে গোল করেছিলেন এ বছরই প্রিমিয়ার লিগে উঠে আসা অ্যাস্টন ভিলার ম্যাকগিন। ৭২ মিনিট পর্যন্ত যখন টটেনহ্যাম পিছিয়ে, তখন মনে হয়েছিল প্রথম ম্যাচেই হয়তো অঘটন ঘটাবে ভিলা। শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরান এ বছরই টটেনহ্যামে সই করা তানগুই দোম্বেলে।
ম্যাচের একেবারে শেষে টটেনহ্যাম ভক্তরা দেখেন হ্যারি কেনের ম্যাজিক। ৮৬ ও ৯০ মিনিটে গোল করে টিমকে জিতিয়ে দেন তিনি।