গত আইপিএলে শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ব্যাট হাতে দেখা গিয়েছিল রায়নাকে। ১৭ ম্যাচে তিনটি সেঞ্চুরি-সহ ৩৮৩ রান ঝুলিতে ভরেছিলেন তিনি। দেশের হয়ে ২২৬টি ওয়ানডে খেলা ব্যাটসম্যান খারাপ ফর্মের জন্য জাতীয় দলে ইদানীং সুযোগ পাচ্ছেন না। শেষ ওয়ানডে খেলেছিলেন গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর গত কয়েকমাস ধরেই চোট-আঘাতে ভুগছিলেন। সেই কারণে ক্যারিবিয়ান সফরেও তাঁকে রাখা হয়নি। সফল হাঁটুর অস্ত্রোপচার। চিকিত্সকদের নির্দেশে প্রায় দেড় মাস বিশ্রামে থাকবেন সুরেশ রায়না। গত কয়েক মাস ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।
রায়নার অস্ত্রোপচারের খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা জন্টি রোডস। তিনি লেখেন, “রায়না, তুমি নিজের কেরিয়ারে অনেক ভাল পারফর্ম করে অনেককে অনুপ্রেরণা দিয়েছ। বিশেষ করে শেষ দু’বছরে। এবার নিজের শরীরের কথা শোনো। তোমায় জানি বলে বলছি, কালই তুমি অনায়াসে অনুশীলন শুরু করে দিতে পারবে।”
আজ বিসিসিআই টুইট করে রায়নার অস্ত্রোপচারের কথা জানায়। হাসপাতালের বেডে বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় রায়নার একটি ছবিও পোস্ট করা হয়। বিসিসিআই জানায়, আপাতত সম্পূর্ণ ফিট হতে প্রায় ৪-৬ মাস লাগবে রায়নার। রায়নার দ্রুত আরোগ্য কামনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর এই টুইটের রিপ্লাইতেই রায়নার উদ্দেশ্যে ওই বার্তা দেন জন্টি।