বিজেপির অন্দরেই ফের উঠল শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ। এক বিজেপি নেতার বিরুদ্ধে এইরকমই অভিযোগ আনলেন দলেরই আরেক নেত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার৷ কিন্তু এখন নাকি সেই সম্পর্ক রাখতে চাইছেন না তিনি৷ উলটে হুমকি দেওয়াচ্ছেন অনুগামীদের দিয়ে৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খোদ বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য এবং তাঁর এক অনুগামীর বিরুদ্ধে।
সম্প্রতি একটি প্রথমসারির ওয়েব পোর্টালের হাতে এসেছে শমীক ভট্টাচার্যের ওই অনুগামীর সঙ্গে অভিযোগকারিনী ওই বিজেপি নেত্রীর কথোপকথনের অডিও৷ সমর চক্রবর্তী ওরফে ভোলা নামে পরিচিত শমীক ঘনিষ্ঠ ওই বিজেপি কর্মীকে যেখানে ফোন করে মহিলাকে মুখ বন্ধ রাখার হুমকি দিতে শোনা যায়৷ ফোনে সরাসরি সাবধান করা হয় মহিলাকে৷ বলা হয়, বেশি বাড়াবাড়ি করলে তাঁর পরিবার ও ছেলেকে বিপদে পড়তে হবে৷ এখানেই শেষ নয়, পুলিশের অভিযোগ জানিয়েও কিছু হবে না বলে আত্মবিশ্বাসের সুরে বলতে শোনা যায় সমর চক্রবর্তী ওরফে ভোলাকে৷ জানা গিয়েছে, বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেত্রী৷