ডানকুনিতে সাতসকালে ভয়াবহ আগুন লেগে ভস্মীভুত হয়ে গেল একটি রবার কারখানার গোডাউন। শনিবার সকালে ডানকুনি থানার দিল্লী রোড লাগোয়া এলাকার কারখানার গোডাউনের এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের ৮টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি থানার দিল্লী রোড লাগোয়া জগন্নাথপুর এলাকায় রবার কারখানার গোডাউনটি অবস্থিত। সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয়রাই প্রথমে গোডাউনটির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কারখানা কর্তৃপক্ষের কাছেও খবর পৌঁছোয়। তারপর ডানকুনি, উত্তরপাড়া ও বৈদ্যবাটি থেকে দমকলের মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
গোডাউনটির পাশে অনেকগুলি কারখানা থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। তবে কি কারনে লেগেছে তা এখনো স্পষ্ট না হলে গোডাউনের একটি অংশে দাহ্য বস্তুর স্তুপ থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে।
দমকলের তরফে জানানো হয়েছে, রবার কারখানার গোডাউনটিতে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কেবল গোডাউনের ভিতর নয়, কারখানার বাইরেও দাহ্য বস্তু স্তূপ করে রাখা হত বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা জানান, অনেকবার এলাকাবাসীর তরফেই কারখানার বাইরে স্তুপাকারে পড়ে থাকা অপ্রয়োজনীয় দাহ্য পদার্থগুলি আগুন পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তবে এদিন গোডাউনের ভিতরে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।