একজন নিজের সময়ে দাপিয়ে বেড়িয়েছেন ফুটবল মাঠে। হয়েছিলেন জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেনও। শুধুই ইস্টবেঙ্গল-মোহনবাগান না, খেলেছেন বিদেশের ক্লাবেও। অপরজন মণিপুরের অখ্যাত গ্রাম থেকে উঠে এসে হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন। তাও ৬ বার। এমনকি তাঁকে নিয়ে বলিউডে সিনেমাও হয়েছে। কথা হচ্ছে ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া ও বক্সার মেরি কম কে নিয়ে।
জানা গেছে, জাতীয় ক্রীড়া পুরস্কারের সিলেকশন প্যানেলে জায়গা পেয়েছেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া ও ছ-বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। এ বছরই প্রথম ১২ সদস্যের সিলেকশন প্যানেল দেশের অ্যাথলিট ও কোচেদের মধ্যে থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত করবে।
আগামী ২৯ অগস্ট, প্রাক্তন হকি অধিনায়ক ধ্যানচাঁদের জন্মদিনে এই পুরস্কার দেওয়া হবে। দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদ্যাপন করা হয়। স্বাভাবিকভাবেই এমন গুরুদায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এই দুই ক্রীড়াবিদ।