বাংলার মানুষ যাতে তাঁদের মনের কথা জানাতে পারেন নির্দ্বিধায় তাই নতুন কর্মসূচীর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদিকে বলো’-যেখানে ফোন করে নিজেদের অভিযোগ বা মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাচ্ছে ‘দিদিকে বলো’। মাত্র এই ক’দিনের মধ্যেই টোল ফ্রি নম্বরে এখনও পর্যন্ত ফোন করেছেন প্রায় ৫ লক্ষ মানুষ।
আজ পর্যন্ত ‘দিদিকে বলো’তে ফোনের সংখ্যা ৫ লক্ষ ছুঁয়েছে। এর মধ্যে বেশ কিছু অভিযোগ এসেছে স্থানীয় সমস্যা নিয়ে।
‘দিদিকে বলো’-তে ফোন করলে ফোনালাপের শুরু আর শেষে থাকছে ধন্যবাদ। এর মাঝেই অন্য তথ্যের পাশাপাশি জেনে নেওয়া হচ্ছে যিনি ফোন করেছেন, তিনি ওই নম্বরটি কোথা থেকে পেয়েছেন। ফোনালাপের শেষের দিকে ফের ধন্যবাদ দিয়ে জানানো হচ্ছে, মমতাদির অফিস থেকে শীঘ্রই কল করে নেওয়া হবে। যখন ফোনটা যাবে তখন তা ধরে সমস্যার কথা বলতে হবে।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যত অভিযোগ আসছে তার সবই নজর রাখছেন মমতা। পার্থ বলেছেন, ‘‘সকলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন। এই প্রত্যাশা অস্বাভাবিক কিছু নয়। তবে প্রয়োজন বুঝে তাঁদের কথা মুখ্যমন্ত্রীকে জানানোর ব্যবস্থা রয়েছে। এ নিয়ে সংশয়ের কোনও কারণ নেই। প্রয়োজন মতো মুখ্যমন্ত্রীর দফতর পদক্ষেপ করবে।’’ প্রয়োজন মতো মুখ্যমন্ত্রী নিজেই সরাসরি সেই বিষয়গুলিতে হস্তক্ষেপ করছেন।