ট্রেনের নিত্যযাত্রীদের ওপর ফের কোপ পড়তে চলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের নতুন নিয়মে। হঠাৎ করেই ই-টিকিটের খরচ বাড়াল আইআরসিটিসি। বছর তিনেক আগে বন্ধ হয়ে যাওয়া সার্ভিস চার্জও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
নরেন্দ্র মোদী সরকার ডিজিটাল পেমেন্টে উৎসাহ দিতে তুলে দিয়েছিল সার্ভিস চার্জ। কিন্তু তাতে কোন লাভই হয়নি। তাই ফের সেটা চালু করা হচ্ছে। ইতিমধ্যেই আইআরসিটিসিকে ফের সার্ভিস চার্জ নেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে রেলমন্ত্রক।
৩ অগস্ট দেওয়া এক চিঠিতে রেল বোর্ড এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইআরসিটিসিকে। এর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমোদনও মিলেছে। অর্থমন্ত্রকই সাময়িক ভাবে সার্ভিস চার্জ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রেলকে।
আগে প্রতিটি নন এসি টিকিটের জন্য ২০ টাকা ও এসি টিকিটের জন্য ৪০ টাকা করে সার্ভিস চার্জ নিত আইআরসিটিসি। এখন কবে থেকে ও কী হারে সার্ভিস চার্জ নেওয়া হবে তা অবশ্য এখনও জানায়নি রেল। তবে এই নিয়মে ফের যে যাত্রীদের ওপরেই কোপ পড়বে তা দিনের আলোর মতো পরিষ্কার।