‘শুধু তুমি এলে না’। রাইসিনা হিলসে এটাই ছিল ভারতরত্ন প্রদান অনুষ্ঠানের ‘সুর’।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’-এ ভূষিত করলেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রণববাবু হাসি মুখে সম্মান গ্রহণ করলেন। প্রাক্তন রাষ্ট্রপতিকে দেখা গেল চোখ ঘোরাতে গোটা ভবনে। হয়ত খুঁজছিলেন তাঁর দলের শীর্ষ নেতৃত্বকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে অনুষ্ঠানে অনুপস্থিত ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মন্ত্রীসভার অন্যান্যরা।
এর পরেই প্রশ্ন উঠেছে, প্রণব মুখোপাধ্যায়ের মতো আজীবন কংগ্রেসির সম্মান প্রদান অনুষ্ঠানে কেন সেই দলেরই শীর্ষ নেতারা গরহাজির থাকলেন? সংবাদ সংস্থা এএনআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য রাহুল গান্ধীকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি কেন এই অনুষ্ঠানে আসেননি? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কেন?
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের মুখে নাগপুরে সঙ্ঘের সভায় যোগ দেওয়ার পর থেকেই কংগ্রেসের সঙ্গে প্রণবের দূরত্ব তৈরি হয়েছিল। আরএসএসের অনুষ্ঠানে যোগ দিতে কংগ্রেসের তরফে বারণও করা হয়েছিল। কিন্তু প্রণব শোনেননি। সেই সময় প্রণববাবুর সমালোচনা করেছিল অন্যান্য বিরোধী দলও। এরপর ভারতরত্নের জন্য দেশের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা। নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সভায় যোগ দেওয়ার জন্যই প্রণব বাবুকে এই সম্মান দেওয়া হচ্ছে বলে দাবি করেন জেডিইউ নেতা দানিশ আলি। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসের তরফে এই দাবি খণ্ডনও করা হয়নি। এবার কংগ্রেসের তরফে ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গরহাজির থেকে সেই দুরত্বের বার্তাই আরও স্পষ্ট করে দেওয়া হল। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রমুখ। হাজির ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও। কংগ্রেসের তরফে পাঠানো হয়েছিল আনন্দ শর্মা, শশী থারুর, সুস্মিতা দেবদের, যাঁরা ধারে ও ভারে কেউই মনমোহন-রাহুল-সোনিয়ার কাছাকাছি নন।