জাতীয় দলের প্রতিনিধি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার দুরন্ত দ্বিশতরান হাঁকালেন অনুর্ধ্ব-১৯ বিশ্বজয়ের অন্যতম নায়ক। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে এদিন অনন্য নজির গড়লেন তরুণ শুভমন। জাতীয় দলের প্রতিনিধি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে গম্ভীরকে টপকে গিলই হলেন দ্বিশতরানকারী কনিষ্ঠ ব্যাটসম্যান। বৃহস্পতিবার তরুণ এই ব্যাটসম্যানের ব্যাটে ভাঙল ১৭ বছরের পুরনো রেকর্ড।
গিলের অপরাজিত ২০৪ রানে ভর করে তৃতীয় বেসরকারি টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ৩৭৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল ভারতীয় ‘এ’ দল। এদিন ১৯ বছর ৩৩৪ দিনে দ্বিশতরান হাঁকিয়ে পুরনো নজির টপকে গেলেন গিল। ৮১.৬০ স্ট্রাইক রেটে ২৫০ বলে এদিন গিলের ব্যাট থেকে আসে ২০৪ রানের অনবদ্য ইনিংস।
তৃতীয় দিনের শেষে ভারতীয় ‘এ’ দল এগিয়ে আছে ১৯৭ রানে। প্রথম ইনিংসে সাত রানে এগিয়ে থাকলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল ভারতীয় ‘এ’ দল। মাত্র নয় ওভার ব্যাট করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন তিন প্রথম সারির ব্যাটসম্যান প্রিয়ঙ্ক পাঞ্চাল (৩) অভিমন্যু ঈশ্বরন (৬) ও মায়াঙ্ক আগরওয়াল (৫)। কিন্তু সেখান থেকে দলের ত্রাতা হয়ে দাঁড়ান শুভমন ও হনুমা বিহারি। প্রথম ইনিংসে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক হনুমা (৫৫) ও উইকেটকিপার ঋদ্ধিমান সাহা (৬২) রান পেয়েছিলেন। যার সৌজন্যে, ভারতীয় ‘এ’ দল প্রথম ইনিংসে অলআউট হয় ২০১ রানে। এর আগে প্রথম দুই চার দিনের ম্যাচে জিতেছিল ভারত ‘এ’। শুক্রবার শেষ দিনে বড় লড়াই অপেক্ষা করছে।