সুষমা স্বরাজের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিদেশমন্ত্রীকে ‘ভালো মানুষ’ এবং ‘অসাধারণ রাজনীতক’ বলে বর্ণনা করেছেন মমতা। সুষমার সঙ্গে তাঁর দীর্ঘদিনের কথা স্মরণ করে একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী।
ওই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সুষমা স্বরাজ জি-র অকস্মাত্ প্রয়াতে শোকস্তব্ধ ও স্তম্ভিত। ১৯৯০ থেকে চিনি তাঁকে। আদর্শ আলাদা হলেও সংসদে দারুণ সময় কাটিয়েছি আমরা। দারুণ রাজনীতিবিদ, নেতা, ভালো মানুষ ছিলেন। ওনার অভাব অনুভব করব। তাঁর পরিবার ও অনুগামীদের সমাবেদনা জানাই’।
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। তড়িঘড়ি দিল্লীর এইমসে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই রাত সওয়া ১০টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। প্রসঙ্গত, ইন্দিরা গান্ধীর পর সুষমা স্বরাজ দ্বিতীয় নারী হিসাবে পররাষ্ট্র দফতরের প্রতিনিধিত্ব করেছেন। সাংসদ হিসাবে ৭ বার নির্বাচিত হয়েছিলেন তিনি। সুষমা স্বরাজের মৃত্যুতে রাজনৈতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া।