ওমর আবদ্দুলা এবং মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা কি সন্ত্রাসবাদী? মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মোদী সরকারের কাছে জবাব চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তামিলনাড়ুর প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী করুণানিধির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে আনা বিলের বিরোধিতা করা হবে। তাঁর পরামর্শ, কাশ্মীরের মানুষ এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করা উচিত’।
সংসদে ৩৭০ ধারার সংশোধনী বিল পেশ হওয়ার পরই গ্রেফতার করা হয় ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে। এই গ্রেফতারির বিরুদ্ধে গর্জে উঠে মমতা বলেন, ‘ওরা প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব, জঙ্গী নয়। ওঁদের অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। কেন্দ্রের উচিত জনগণের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি না করে বিশ্বাস অর্জন করা’।
রাজ্যসভায় ভোটাভুটির প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘যেভাবে সবাইকে অন্ধকারে রেখে এই পুরো প্রক্রিয়াটা চলেছে আমরা সেটার বিরুদ্ধে। সেই কারণে রাজ্যসভায় এর বিরোধীতা করার পাশাপাশি ভোটাভুটিতে অংশ নেইনি আমরা। কিন্তু মানুষের আস্থা ও বিশ্বাসটা ধরে রাখাই আসল। এই দেশ থেকে কেউই আলাদা নয়। সবাইকে আমরা ভারতবাসী বলেই গণ্য করি’।