রাজনৈতিক সন্ত্রাসে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট মিটে গেলেও অধীর গড়ে কায়েম রইল সন্ত্রাসের রাজনীতি যার জেরে প্রাণ হারালেন এক তৃণমূল নেতা। ঘটনার খবর সামনে আসতেই এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, ঘটনার তদন্তে কান্দি থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কাজ সেরে মোটর বাইকে করে ফেরার সময় কান্দি থানার গোসাইল গ্রামের সামনে তৃণমূল কর্মী জাহাঙ্গীর কবীরকে গুলি করে দুষ্কৃতীরা৷ গোসাইল গ্রামে তার বাড়ির খুব কাছাকাছি তাকে গুলি করা হয় বলে জানা গিয়েছে৷ জাহাঙ্গীর কবীরের পিঠে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ এরপরেই তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়| আশঙ্কাজনক পরিস্থিতি বলে জানান চিকিৎসকরা৷ শেষ রক্ষা হয়নি৷ মৃত্যু হয় তার৷ গোটা ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল৷
জাহাঙ্গীরের পরিবার এবং তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের দিকে। তাদের দাবি, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও তৃণমূল অভিযোগ তুললেও কংগ্রেস তা অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।