ভারতীয় ক্রিকেট বোর্ড চলতি মরশুমে রঞ্জিতে যে সূচি তৈরি করেছে তাতে বাংলার প্রথম ঘরের ম্যাচ ২৫ ডিসেম্বর, অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। ১৭ ডিসেম্বর কেরালার বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করবে বাংলা।
পুরনো ফরম্যাটেই এবারের রনজি ট্রফি অনুষ্ঠিত হবে। এলিট ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে মোট ৬টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এলিট ‘সি’ ও প্লেট গ্রুপ থেকে ১টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। এলিট ‘এ’ গ্রুপে বাংলার সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন বিদর্ভ ছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হায়দরাবাদ, দিল্লি, কেরালা, পাঞ্জাব, রাজস্থান।
পরের ম্যাচও ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন মনোজ তেওয়ারিরা, ৩ জানুয়ারি, ২০২০, গুজরাটের বিরুদ্ধে। বাংলার বাকি ম্যাচগুলি হল: ১১ জানুয়ারি–বিদর্ভ (বাইরে), ১৯ জানুয়ারি–হায়দরাবাদ (ঘরে), ২৭ জানুয়ারি–দিল্লি (ঘরে), ২ ফেব্রুয়ারি–রাজস্থান (বাইরে), ১২ ফেব্রুয়ারি–পাঞ্জাব (বাইরে)।
বাংলা ঘরোয়া মরশুম শুরু করবে বিজয় হাজারে ট্রফি দিয়ে। ২৪ সেপ্টেম্বর গুজরাটের বিরুদ্ধে ম্যাচ। বিজয় হাজারে ট্রফিতে বাংলা রয়েছে এলিট ‘সি’ গ্রুপে। বাংলার সঙ্গে রয়েছে জম্মু ও কাশ্মীর, তামিলনাডু, রাজস্থান, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, বিহার ও রেলওয়েজ।