এই দিনটার জন্যই অপেক্ষা করেছেন নভদীপ সাইনি! দেশের হয়ে খেলবেন চোখে স্বপ্ন ছিল। কিন্তু ভারতীয় দলের টুপিটা হাতে নেওয়ার পরও বিশ্বাস করতে পারেননি নভদীপ সাইনি! এমনটাই জানালেন তরুণ বোলার নিজেই। ৪–১–১৭–৩ অভিষেক ম্যাচে তাঁর পারফরমেন্স।
স্বাভাবিকভাবেই ২৬ বছরের সাইনি আবেগ আপ্লুত। তিনি জানালেন, “শনিবার সকালে টুপিটা হাতে নিয়ে অদ্ভুত লাগছিল। এই দিনটার জন্যই তো এত অপেক্ষা করেছি। অথচ দিনটা আমার জীবনে এসে গেছে বিশ্বাসই হচ্ছিল না! ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলে অভিভূত। শুরুতে আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। অভিষেক ম্যাচের চাপের। প্রথম উইকেট পাওয়ার পর সেই চাপটা কমল। দ্বিতীয় উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাসও বাড়ল। মনে হল, আমি সাধারণ কোনও ম্যাচ খেলতে মাঠে নেমেছি। আর হ্যাটট্রিক হতে পারে এমন মুহূর্তে যখন বলটা করলাম মনে হল, এ তো এতদিন অন্যদের করতে দেখেছি। এখন আমি করছি”।
শেষ ওভারে কিয়েরন পোলার্ডকে ফিরিয়ে অভিভুত নভদীপ। বললেন, “আমার মনে হয়েছিল ওটা নট আউট। আম্পায়ারও তাই বলেছিলেন। কিন্তু বিরাট পাজি বলল, রিভিউ নেব। ভারতের একটা রিভিউ নেওয়া বাকি আছে। শুধু শুধু নষ্ট করব কেন?’ আমি নিশ্চিত ছিলাম না। অথচ রিভিউয়ে দেখা গেল আউট। খুব খুশি হয়েছি”।
সাইনি যখন এত কথা বলেছেন, তখন হরিয়ানার এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের কথায়, ‘নভদীপ দিল্লির হয়ে খেলে। আইপিএলেও খেলেছে। ১৫০ কিমি গতিতে ও বল করতে পারে। ওর ভেতরে সাফল্যের খিদে আছে। আশা করি, লডারহিল থেকে নভদীপ নিজেকে গড়বে। নিজের নাম প্রতিষ্ঠা করবে।’