দার্জিলিং মোড়ে ছয় লেনের রাস্তার কাজ দ্রুত শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচী নিয়েছে জেলা তৃণমল। গতকাল ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে মঞ্চ খাটিয়ে দুপুর ১২টা থেকে ৪টা অবধি অবস্থান চলে। এ দিনই কলকাতা থেকে ফিরে সোজা অবস্থান যোগ দিয়েছেন বাংলার পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি মাইকে ঘোষণা করেন, ‘‘১৫ অগস্ট অবধি আমরা দেখব। কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানাক দার্জিলিং মোড় নিয়ে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে। না হলে প্রতীকি অনশন কর্মসূচী হবে। দিনক্ষণ ঠিক করে আমি ২৪ ঘণ্টার অনশনে বসে যাব।
চলতি সপ্তাহেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করেন। তৃণমূলের দাবি, সাংসদ চার লেনের রাস্তার কথা বলেছেন। অথচ গত দেড় বছর ধরে কলকাতাগামী ওই রাস্তার শহরের একটি অংশ ছয়লেন করার আলোচনা চলছে। প্রশাসনিক সূত্রের খবর, ২০১৭ সালে মাটিগাড়ার ফাঁসিদেওয়া মোড় থেকে শালুগাড়া অবধি ৩১ নম্বর জাতীয় সড়ক চার লেন করার প্রস্তাব হয়। রাজ্য ও কেন্দ্রের আলোচনায় সমীক্ষা শুরু হয়। এরমধ্যে চিন সীমান্তের ডোকালামের পরিস্থিতির জেরে রাস্তাটি ছ’লেন হবে বলে কেন্দ্র রাজ্যকে জানায়। তার সঙ্গে দার্জিলিং মোড়ে উড়ালপুলের পরিকল্পনা তৈরি হয়। কিন্তু সেই প্রকল্পের কাজ এতটুকুও এগোয়নি।
কেন্দ্র বারংবার বলে এসেছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। কিন্তু এরকম আশ্বাস দেওয়ার পরেও সাংসদ রাজু বিস্ত চার লেনের কথা বলায় তৃণমূল আন্দোলনে নামে। দলীয় সূত্রের খবর, দলের নীতি অনুসারে বিজেপি বিরুদ্ধে বিষয় পাওয়া মাত্রই আন্দোলনের নির্দেশ রয়েছে। সেই মতো এ দিনের অবস্থান কর্মসূচি হয়। মন্ত্রী জানান, শহরের মানুষের সমস্যা মেটাতে বাম আমলে উদ্যোগ নেওয়া হয়নি। এখন বিজেপির কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে তাতে সমস্যা মিটবে না। তাঁর দাবি, উড়ালপুল এবং ছয়লেনের রাস্তা হলেই সমাধান হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রককেই ব্যবস্থা নিতে হবে।