ছত্তিসগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে ছত্তিসগড়ে রাজনন্দনগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্য হল ৭ জন মাওবাদীর।শনিবার সীতাগোটা গ্রামের অদূরে জঙ্গলের মধ্যে ভোর ৬ টা নাগাদ শুরু হয় সংঘর্ষ৷ জানা গেছে, দীর্ঘ কয়েকঘণ্টার এনকাউন্টার চলার পর মাওবাদীদের নিকেশ করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। তবে দু’পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে প্রাণ যায় এক গ্রামবাসীরও।
পুলিশ সূত্রের খবর, ডিস্ট্রিক্ট পুলিশ গার্ড বা ডিআরজি মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করলে তাদের লক্ষ্য করে আচমকাই গুলি চালায় মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও৷ দীর্ঘ কয়েক ঘন্টার গুলির লড়াইয়ে নিকেশ হয় ৭ মাওবাদী৷ তাদের দেহ উদ্ধার করতে গিয়ে মিলেছে একটি একে-৪৭ সহ প্রচুর আগ্নেয়াস্ত্র৷ এলাকায় আরও মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা তা চিরুনী তল্লাশি চালাচ্ছে ডিআরজি ও পুলিশ৷
২৮ জুন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছিল মাওবাদীরা। ঘটনাস্থলে গিয়ে মাওবাদীদের ঘিরে তল্লাশি অভিযান চালানোর সময়ই অতর্কিতে এই হামলা চালানো হয়। হামলায় শহিদ হয়েছিলেন ২ জওয়ান৷ ছত্তিশগড়ের বিজাপুর জেলার কেশকুতুল ও চোলপাড়ার ভিতরে ঘাঁটি গেড়ে বসেছিল মাওবাদীরা। এই খবর পেয়েই সেখানে গিয়ে উপস্থিত হয় জওয়ানরা। তারপরেই দু’পক্ষের মধ্যে চলে গুলি বিনিময়।