বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা সভাপতিদেরও প্রশাসনিক প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। আগামী সপ্তাহ জুড়ে ৬ থেকে ৮ জুলাই সল্টলেকের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক কর্মশালায় জেলা পরিষদ ও পঞ্চায়েত সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন দফতরের বিভাগীয় সচিবরা প্রশিক্ষণ দেবেন”৷
পঞ্চায়েত ভোটের পর পঞ্চায়েত সমিতির প্রায় ৫০ হাজার নির্বাচিত প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু জেলা পরিষদের সভাধিপতি বা সহ-সভাপতিদের সেই অর্থে কোনো প্রশিক্ষণ হয় না বললেই চলে৷ দফতরের এক শীর্ষকর্তার কথায়, “এতদিন পঞ্চায়েতের আধিকারিকরা প্রশিক্ষণ দিতেন। এবারই প্রথম বিভিন্ন দফতরের সচিব ও প্রধান সচিবরা প্রশিক্ষণ দেবেন”। এবারই প্রথম বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আলাদা করে প্রশিক্ষণ হবে।