সামনেই আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর অগস্ট মাস এলেই যেন উৎসবের সূচনা হয়ে যায়। তবে এই আগস্ট খুব একটা ভালো কাটবে না ব্যাঙ্ক গ্রাহকদের। কারণ চলতি মাসে গোটা দেশে ১৩ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা। রাখীবন্ধন, স্বাধীনতা দিবস থেকে শুরু করে জন্মাষ্টমী, এই মাসে অনেকগুলি ছুটি রয়েছে।
সাধারণত ব্যাঙ্কে ছুটির দিন গোটা ভারতে এক নয়। কিছু ছুটি বাদ দিয়ে বাকি ক্ষেত্রে রাজ্য অনুযায়ী বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। যেমন, মুম্বইতে পার্সি নিউ ইয়ারে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অন্য রাজ্যে তা নয়। আবার সব ব্যাঙ্কের ক্ষেত্রেও তা এক নয়। কোনও ব্যাঙ্ক কোনও বিশেষ উৎসবে পরিষেবা বন্ধ রাখলেও অন্য ব্যাঙ্কে তা থাকে না। তবে কিছু দিন থাকে, যে দিন সারা ভারতের সব ব্যাঙ্কে বন্ধ থাকে পরিষেবা।
চলতি মাসে কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক? দেখে নেওয়া যাক এক নজরে। আগস্ট মাসে ৪, ১০, ১১, ১২, ১৫, ১৮, ২৪ ও ২৫ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ রবিবার হওয়ায় দেশের সব জায়গায় সে দিন বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। এ ছাড়া ১০ ও ২৪ তারিখ দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ার সে দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১২ অগস্ট ইদুজ্জোহা। মুসলিমদের এই পরবে জাতীয় ছুটি থাকে। তাই সে দিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। সে দিনও দেশ জুড়ে জাতীয় ছুটি। অর্থাৎ এই আট দিন গোটা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
এছাড়া আরও পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ভুবনেশ্বর, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, কানপুর, পটনা ও লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ১৭ অগস্ট পার্সি নববর্ষ উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, মুম্বই, নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ ১৩ অগস্ট মণিপুর, জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
উল্লেখ্য, এই মাসে রাখি ও জন্মাষ্টমীও রয়েছে। তবে সে দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে না বলেই জানা গিয়েছে। তবে রাখির পরের দিনই স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এবং জন্মাষ্টমী শুক্রবার ও তারপরেই শনি-রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় এই দু’দিন ব্যাঙ্কে কর্মচারীর সংখ্যা কম থাকতে পারে। ফলে পরিষেবা ব্যহত হতে পারে।