ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই ক্যারিবিয়ান শিবিরে জোর ধাক্কা। চোটের কারণে সিরিজের প্রথম দু’টি টি-২০ ম্যাচ থেকে ছিটকে গেলে আন্দ্রে রাসেল৷ তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ১৪ জনের দলে এলেন ৩২ বছরের ব্যাটসম্যান জেসন মহম্মদকে৷ তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে মার্কিন মুলুকে৷ চোটের জন্য বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছিলেন রাসেল৷ আইপিএলে চোট পাওয়ার পর পর্যাপ্ত সময় না-পাওয়ায় পুরোপুরি চোটমুক্ত ছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷ ফলে পুরনো চোটের জন্য বিশ্বকাপের মাঝেই ছিটকে যান রাসেল৷
বিশ্বকাপের পর ভারত ও ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার খেলতে নামছে৷ কিন্তু বিশ্বকাপের পর কানাডায় গ্লোবাল টি-২০ লিগে খেলেন রাসেল৷ সেখানও চোটের জন্য অস্বস্তিতে পড়েন তিনি৷ ফলে কোনও রকম ঝুঁকি না-নিয়ে রাসেলকে প্রথম দু’টি টি-২০ ম্যাচে দলে না-রাখার সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ৷ তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে৷ তার পর ক্যারিবিয়ান সফরের বাকি ম্যাচ গুলি হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে৷ শনিবার প্রথম টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করছে বিরাটরা। টি-২০ সিরিজ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোং৷