‘দিদিকে বলো’র পর এবার নতুন ক্যাম্পেন নিয়ে আসতে চলেছে তৃণমূল। নাম, ‘আমার গর্ব মমতা’। এই কর্মসূচী নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে প্রচার ক্যাম্পেন।
তৃণমূলের তরফে টুইটে বলা হয়েছে, ‘দিদি আমাদের জন্য লড়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের জন্য নিরলস পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের গর্ব আমাদের দিদি। #আমারগর্বমমতা’। কমেন্ট করে জানান কেন আপনি দিদিকে নিয়ে গর্বিত’।
তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক। তৃণমূলের সভায় এখনও ‘ক্রাউডপুলার’ দলনেত্রী। তাঁর এক ডাকেই বাংলার সব প্রান্ত ছুটে আসেন কর্মী-সমর্থকরা। শুধু আজ নয়, নয়ের দশকে যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একার দমে ভরাতে পারতেন ব্রিগেড। তাঁকে দেখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন হাজার হাজার নেতা-কর্মী। মমতার সেই ব্র্যান্ডকে ঘষামাজা করে ২০২১ সালের রণনীতি তৈরি করছেন প্রশান্ত কিশোর। তার ইঙ্গিত মিলেছিল ‘দিদিকে বলো’ কর্মসূচির ঘোষণাতেই। সেদিন এক সাংবাদিক বৈঠক করে বদলে যাওয়া তৃণমূলের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এল ‘আমার গর্ব মমতা’। এই নিয়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানে ইচ্ছে নিজের মতামত জানাতে পারবেন রাজ্যবাসী।