আকাশে ঘন কালো মেঘের হদিশ পাওয়া গেলেও সে ভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিতেই ভিজবে শহর এবং শহরতলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীও ৩ অগস্ট পর্যন্ত কেবল বিক্ষিপ্ত বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ৪ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। তবে এর ফলে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বরং পারদের সঙ্গে পাল্লা দিয়ে চড়বে আর্দ্রতাও। ফলে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায়। মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে এও জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টিমুখর হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সক্রিয়তা ৮ অগাষ্ট অবধি জারি থাকবে। যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের দক্ষিণে।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল ৪ অগস্ট বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং ৫ অগস্ট সোমবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এইসবই নির্ভর করবে নিম্নচাপের উপর। আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছিলেন, আগামী ৪ অগস্ট উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে তার হাত ধরেই ফের দক্ষিণবঙ্গে আসবে বর্ষা।৫ এবং ৬ তারিখে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক ভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হলেও, পরের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশা করছেন আবহবিদরা। ৫ তারিখ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এবং যাঁরা এর মধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ৪ তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।