উত্তরপ্রদেশ রাজনীতি নিয়ে প্রায়ই চলে টালমাটাল। কখনও প্রশাসনিক ব্যর্থতা, আবার কখনও বিরোধীদের নিয়ে চাপান-উতোর চলছে। এইবার লক্ষ্যে বিরোধীরা। লোকসভা নির্বাচনে সপা’র সঙ্গে জোট করেও উল্লেখযোগ্য ফসল ঘরে তুলতে পারেনি বসপা। তা নিয়ে দলের অন্দরে চুলচেরা বিশ্লেষণ শুরু হলেও নেপথ্যে অন্য কারণ ছিল বলেই অনেকের মত। এই ফলাফল নিয়ে দলের অন্দরে মতানৈক্যও রয়েছে বলে খবর। এবার রাজস্থান বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক তথ্য দিলেন বহেনজির দলের বিধায়ক রাজেন্দ্র গুড়া। যা নিয়ে এখন বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছেন মায়াবতী।
বিএসপি বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘আমার দল বহুজন সমাজবাদী পার্টিতে টাকা নিয়ে টিকিট দেওয়া হয়। এমনকী কেউ যদি বেশি টাকা দেয় তাহলে প্রথমজনকে দেওয়া টিকিট কেড়ে নিয়ে দ্বিতীয়জনকে দিয়ে দেওয়া হয়। আর যদি তৃতীয় কেউ বেশি টাকা দিলে দু’জনের টিকিট বাতিল করে দিয়ে ওই তৃতীয়জনকে দিয়ে দেওয়া হয়।’
টিকিটের বিনিময়ে টাকা নেওয়ার জন্য নির্বাচনে প্রভাব পড়েছে বলে দাবি করেছেন ওই বিধায়ক। তাই গরীব মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এই সমস্যার কোনও সমাধান হবে কিনা তা তাঁর জানা নেই বলে মন্তব্য করেছেন। তাহলে কী এই টিকিট কেনাবেচার জন্য বিএসপি’র চূড়ান্ত ভরাডুবি? প্রার্থী না দেখে টাকাকে অগ্রাধিকার দেওয়া হয়? এই টিকিট বেচাকেনার সঙ্গে সরাসরি কী মায়াবতী জড়িত? বিধায়কের এই মন্তব্যের পর এইসব প্রশ্ন ঘুরছে দেশের রাজনৈতিক মহলে।