রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ নিয়ে আপত্তিকর মন্তব্যের পরেই দুই বাংলায় সমালোচনার ঝড় বয়ে গেছে নোবেলের ওপর দিয়ে। আর এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন এপার বাংলার জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কার বিজয়ী এই গায়িকা নিজের ফেসবুকে পোস্টে বলেন, “নোবেলকে সামনে পেলে চাবকাতাম।” প্রসঙ্গত, নোবেল বলেছিলেন, “রবীন্দ্রনাথের সোনার বাংলা নয়, জেমসের গাওয়া বাংলাদেশ গানটাতেই আমাদের দেশকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি। এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল।”
সম্প্রতি একটি লাইভ সাক্ষাৎকারে এসে এমন মন্তব্য করেছেন মাঈনুল আহসান নোবেল। যাঁকে আপনারা জি বাংলা সা রে গা মা পা- এর দৌলতে নোবেল নামেই চেনেন। এই সিজনে তিনি প্রীতমের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন। কেন নোবেল তৃতীয় হলেন এই নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়া সরগরম। তবে এর মধ্যেই আবারও তিনি জড়ালেন বিতর্কে। সরাসরি রবীন্দ্রনাথকে তিনি নাকচ করে দিলেন। এমনকী সঙ্গে থাকা সঞ্চালক আবার বলেন, ‘হতে পারে…কবিগুরু তো অনেকদিন আগেই আমার সোনার বাংলা লিখেছিলেন’!
আর নোবেলের এই সাক্ষাৎকারটি দেখার পরই তাঁকে চাবকাতে চেয়েছেন ইমন চক্রবর্তী। নোবেলের শুভানুধ্যায়ী এবং একজন সিনিয়র হিসেবেই তিনি একথা বলেছেন। ইমনের সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা এখনও ভুল করলে বড়রা শুধরে দেন। শাসন করেন। নোবেল আমার ছোট ভাইয়ের মতো। সদ্য কেরিয়ার শুরু করেছে। কবিগুরুর মতো একজন বরেণ্য ব্যক্তিকে অপমান করার মত ঔদ্ধত্য নোবেলের দেখানো ঠিক নয়।