জনসংযোগ মজবুত করতে তৃণমূলের নয়া উদ্যোগ ‘দিদিকে বলো’। যেখানে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন আম জনতা। সেই ‘দিদিকে বলো’ উদ্যোগ নিয়ে নাগরিকদের মত কী? জনতার দরবারে কতটা গ্রহণযোগ্য হল ‘দিদিকে বলো’? তা পরখ করে নিতে এবার ভিডিয়ো পাঠানোর ডাক। সেরা ৩টি ভিডিয়ো পাবে আকর্ষণীয় পুরষ্কারও।
আরও নতুন ভাবে ‘দিদিকে বলো’ নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করল একটি হোয়াটসঅ্যাপ নম্বর৷ ‘দিদিকে বলো’ প্রজেক্টের মধ্যেই সেই নম্বর দেওয়া হয়েছে৷ যেখানে আপনার অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন৷ নম্বরটি হল ৬৩০৯৯৫৭৬১০৷ এই নম্বরে জানানো যাবে ‘দিদিকে বলো’ নিয়ে অভিমত৷ এর পাশাপাশি, এবার দিদিকে বলো কর্মসূচীতে রাখা হয়েছে পুরস্কার জেতার সুযোগ৷
ফেসবুকে একটি পোস্ট করে বলা হয়েছে, ৩ দিনের মধ্যে ‘দিদিকে বলো’-তে ২ লাখেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। নিজেদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। এবার এই উদ্যোগ সম্বন্ধে কী মতামত, তা একটি ভিডিয়ো করে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। ৬৩০৯৯৫৭৬১০- এই নম্বরে হোয়াটটঅ্যাপ করতে হবে ভিডিয়োটি।
এখানেই শেষ নয়। আরও বলা হয়েছে, যে যে ভিডিয়ো আসবে, তার মধ্যে সেরা ৩টি ভিডিয়োকে পুরস্কৃত করা হবে। যদিও কী পুরষ্কার দেওয়া হবে, তা খোলসা করা হয়নি। শুধু ‘আকর্ষণীয় পুরষ্কার’ দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রে খবর, সেই পুরষ্কার দেবেন খোদ মুখ্যমন্ত্রী।
‘দিদিকে বলো’ এই কর্মসূচীর দায়িত্বে রয়েছে আইপ্যাক মিডিয়া৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দিদিকে বল নম্বরে এখনও পর্যন্ত দুই লক্ষ মানুষ তাদের সমস্যা জানিয়েছেন৷ এই প্রকল্পটি লঞ্চ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যোগাযোগের জন্য একটি বিশেষ ওয়েবসাইট লঞ্চ করল রাজ্য সরকার। www.didikebolo.com এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বরও দেন তিনি। ফোন নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০।