উন্নাওকান্ডের নিগৃহীতা তরুণীকে চিকিৎসার জন্য দিল্লী নিয়ে যাওয়ার প্রস্তাব কে নাকচ করে দিয়েছে তাঁর পরিবারের। তাঁরা প্রবল আপত্তি জানিয়েছে এই বিষয়ে। পরিবারের সদস্যদের দাবি, লখনউতেই চিকিৎসা চলুক তাঁর। অন্য দিকে, উন্নাও মামলার শুনানি বিচারপতি দীপক গুপ্তর এজলাসে পাঠাল সুপ্রিম কোর্ট। অন্যদিকে সংবাদমাধ্যমকে নিগৃহীতার নাম প্রকাশ করার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ আদালতের।
শুক্রবার উন্নাওকান্ডে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসারত নিগৃহীতাকে বিমানপথে দিল্লীতে পাঠানোর সিদ্ধান্তকে আগামী সোমবার, ৫ অগস্ট পর্যন্ত স্থগিতা রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে, নিগৃহীতার কাকাকে অবিলম্বে রায়বরেলি জেল থেকে দিল্লীর তিহার জেলে স্থানান্তরিত করারও নির্দেশ দিয়েছে আদালত।
এদিন শীর্ষ আদালত জানিয়েছে, “নিগৃহীতা ও তাঁর আইনজীবীকে চিকিৎসার স্বার্থে দিল্লীতে পাঠানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। মনে করা হচ্ছে, নিগৃহীতার পরিবার এই সম্পর্কে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত বোধ করছে। এই কারণে এই বিষয়ে আগামী সোমবার পর্যন্ত নির্দেশ স্থগিত রাখা হচ্ছে।”
উল্লেখ্য, গত রবিবার রায়বরেলি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষে নিহত হন নিগৃহীতার দুই আত্মীয়া। তিনি নিজে এবং তাঁর আইনজীবী গুরুতর আহত হয়ে লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন। আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন।