ব্যক্তিগত কারণে থাইল্যান্ড ওপেনে থেকে সরে দাঁড়িয়েছিলেন পিভি সিন্ধু৷ আর চোট সারিয়ে এই টুর্নামেন্টেই কোর্টে ফেরেন সাইনা নেওয়াল৷ কিন্তু দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল সাইনার লড়াই৷ বৃহস্পতিবার থাইল্যান্ড ওপেনে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জাপানের অবাছাই সায়াকা টাকাহাশির কাছে হেরে যান সাইনা৷ সপ্তম বাছাই সাইনা এদিন মোটেই ছন্দে ছিলেন না৷ তিন গেমের লড়াইয়ে থেমে যায় ভারতীয় তারকার দৌড়৷ প্রথম গেম জিতলেও পরের দু’টি (২১-১৬, ১১-২১, ১৪-২১) গেম হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সাইনা৷
বৃহস্পতিবার সাইনা কিন্তু প্রথম গেমটা সহজেই জিতেছিলেন ২১-১৬ পয়েন্টে। কিন্তু দ্বিতীয় গেমে দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে জাপানের সপ্তদশী। এবং কার্যত সাইনাকে দাঁড় করিয়ে গেম জিতে নেয় ২১- ১১ ফলে। শুধু তাই নয়, এই গেমে সাইনা একটা সময় অবিশ্বাস্য ভাবে ২-১৬ ফলে পিছিয়ে ছিলেন।
ম্যাচ তৃতীয় গেমে নিয়ে গিয়ে তাকাহাসির খেলা যেন আরও উন্নত হয়ে ওঠে। যদিও সাইনা শুরুতে একটা সময় এগিয়ে ছিলেন। কিন্তু ম্যাচের মাঝামাঝি সময় একেবারে অভিজ্ঞ খেলোয়াড়দের মতো জাপানের মেয়ে তাঁকে ধরে ফেলেন। শুধু তাই নয়, গেম এবং ম্যাচ বার করে মাত্র ৪৮ মিনিটে। শেষ গেম তাকাহাসি জেতে ২১-১৪ স্কোরে।
এ দিন সাইনার মতোই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কিদম্বি শ্রীকান্ত। পুরুষ বিভাগের দ্বিতীয় রাউন্ডে তাঁকে হারালেন খোসিত ফেতপ্রদাব। শ্রীকান্ত হারলেন ২১-১১, ১৬-২১ ও ১২-২১ ফলে। ভারতের জন্য খারাপ খবর এখানেই শেষ হচ্ছে না। সাইনা, শ্রীকান্তের মতো বৃহস্পতিবার বিদায় নিয়েছেন পারুপল্লি কাশ্যপও। সাইনার স্বামী কাশ্যপ তো বিশ্রী খেলে হেরে যান ৯-২১ এবং ১৪-২১ ফলে। তাঁকে হারান টুর্নামেন্টের তৃতীয় বাছাই চিনের নামী তারকা চৌ তিয়েন চেন।