উন্নাও ঘটনার দায়ের হওয়া ৫ টি মামলার শুনানি আগামী ৪৫ দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়ে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুধু তাই নয়, বৃহস্পতিবার এই মামলায় ধর্ষিতাকে কোনও রকম ক্ষতিপূরণ না দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে কড়া কথা শোনানোর পাশাপাশি অবিলম্বে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতাকে।
সপ্তাহখানেক ধরে উন্নাওয়ের ধর্ষিতাদের দিয়ে নিয়ে হওয়া অস্বাভাবিক ঘটনার পর বৃহস্পতিবার এ বিষয়ে একগুচ্ছ নির্দেশ দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত জানিয়েছে, রায়বরেলিতে উন্নাওয়ের ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার তদন্ত ৭ দিন, নয়তো খুব বেশি হলে ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে সিবিআই-কে। আর ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে উন্নাও ধর্ষণ মামলার শুনানি। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে প্রতিদিন মামলার শুনানি করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত বলেছে, নির্যাতিতা ও আইনজীবীর পরিবারকে সিআরপিএফ সুরক্ষা দেওয়া হবে। তারা চাইলে আহত নির্যাতিতা ও তার আইনজীবীকে দিল্লির এইমস হাসপাতালে স্খানান্তরিত করতে হবে। শুক্রবার এই মামলার ফের শুনানি করবে শীর্ষ আদালত। নির্দেশ পালিত হল কি না, তা জানাতে হবে উত্তরপ্রদেশ সরকারকে।