লোকসভা ভোটের পরেই তিনি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, দিল্লী মেট্রোয় নারীদের নিখরচায় যাতায়াতের ব্যবস্থা করবেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদান্যতায় অরবিন্দ কেজরিওয়ালের সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার তিনি দিল্লীর প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিলেন। জানা গেছে, বৃহস্পতিবার থেকেই দিল্লীতে নিখরচায় বিদ্যুত্ মিলবে। এই কথা জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। প্রত্যেক মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত্ খরচে কোনও বিল দিতে হবে না বলে জানিয়েছেন তিনি।
২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত্ খরচ করলে তা অর্ধেক দামে মিলবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল। বিদ্যুতে এবার থেকে দিল্লী সরকার ৫০% ভর্তুকি দেবে বলে জানিয়েছেন তিনি। বিনামূল্যে বিদ্যুত্ দেওয়াকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করে দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, “সারা দেশে সবচেয়ে সস্তায় বিদ্যুত্ পাওয়া যাবে এবার দিল্লীতেই।”
কেজরিওয়ালের এই ‘ফি লাইফলাইন ইলেট্রিসিটি’ প্রকল্পে রাজধানীর অন্তত ৩৩% মানুষ উপকৃত হবেন। কারণ এই ৩৩%-এর মাসে বিদ্যুত্ খরচ ২০০ ইউনিটের কম হয়। আর শীতকালে ৭০% মানুষের বিদ্যুত্ খরচ ২০০ ইউনিটের কম হয় বলে দাবি করেছেন তিনি। কেজরিওয়াল আরও বলেন যে, “যখন ভিআইপি এবং বড় রাজনীতিবিদরা বিনামূল্যে বিদ্যুত্ পান, তখন কেউ কিছু বলে না। তাহলে আম-আদমি কেন বঞ্চিত হবে?”