নেতাজি নগর ও নরেন্দ্রপুরে পর পর দুই নিঃসন্তান দম্পতি খুন হয়েছেন। এই নিয়ে গোটা শহরে আলোড়ন পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশকে বলেছি, নিঃসন্তান দম্পতির এ ভাবে খুন হলে ওই বাড়ি যেন কোনও ভাবেই প্রোমোটার দখল করতে না পারে। এলাকার মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে। বাড়িটি ওই দম্পতির স্মৃতিতে সংগ্রহশালা করা যেতে পারে’।
এদিন খুনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার আগেই তিনি উদ্বেগ প্রকাশ করেন। মমতা বলেন, ‘আমি পুলিশকে বলেছি নেতাজি নগর ও নরেন্দ্রপুর- দু’টি খুনের ঘটনা নিয়েই যেন সিরিয়াসলি তদন্ত করে। দোষীদের দ্রুত ধরার ব্যবস্থা করে। এ ব্যাপারে তদন্তও ঠিকঠাক এগোচ্ছে’। এর পরই প্রোমোটার চক্রের কারসাজি নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
নেতাজি নগরের ঘটনা নিয়েও তেমনই সন্দেহ করছে পুলিশ। অশোক অ্যাভিনিউয়ের পুরনো দোতলা বাড়িতে বহু বছরের বাস ছিল দিলীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্নার। তাঁদের কোনও সন্তান ছিল না। পাড়াতে সকলের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল বৃদ্ধ দম্পতির। পাড়ার লোকের থেকেই খবর পেয়ে, গত পরশু পুলিশ গিয়ে দেখে, নিজেদের ঘরেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই দম্পতি।