মাত্র কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক রাজেশ কুমার মিশ্রর মেয়ে সাক্ষী মিশ্র নিজের ইচ্ছায় বিয়ে করেছিলেন দলিত যুবক অজিতেশ কুমারকে। তারপর থেকে সমানে দু’জনকে হত্যার হুমকি দিচ্ছিল সাক্ষীর পরিবার। দু’জনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন করেছিলেন। সেই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। প্রকাশ্যে এসেছিল বিজেপি নেতাদের সংকীর্ণ মনোভাব, জাতপাত নিয়ে নীচ মানসিকতা। কিন্তু চিত্রটা কিছুই বদলায়নি তার প্রমাণ দিল বিহার। নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করায় মেয়ের পরিবারের হত্যার হুমকি ছেলেকে। ভাইরাল হল সেই হুমকির ভিডিও।
বিহারের বেতিয়া জেলার এক যুগল বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন। ভিডিওর মাধ্যমে জানা গেছে স্বামী–স্ত্রীর নাম নীতেশ যাদব ও কৃতী যাদব। জানা গেছে, বিয়ের পর থেকেই সমানে কৃতীর পরিবারের লোকেরা ক্রমাগত হত্যার হুমকি দিচ্ছে নীতেশের পরিবারকে। কৃতী ও নীতেশকে ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। ভিডিওয় কৃতী অভিযোগের আঙুল তুলেছেন তাঁর দুই আত্মীয় সঞ্জয় শর্মা ও ধনঞ্জয় শর্মার দিকে। দম্পতির অভিযোগ, পুলিশের মাধ্যমে পাত্রের পরিবারের লোকেদের অপমান করা হয়েছে।