ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ নিয়ে বেশ কয়েকদিন চর্চা চলছে। কারণ আর কিছুই নয়, এইবার তাঁদের এই বিখ্যাত অনুষ্ঠানে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রীকে। সেই ঘিরেই চলছে উত্তেজনা। তার বড় কারণ হল যেই সময় মোদী এই শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন তখন দেশে পুলওয়ামারের মতো অন্যতম জঙ্গিহানার ঘটনা ঘটেছে। যা নিয়ে বিতর্ক চলছে। জাতীয় অভয়ারণ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ঠিক কবে ও কখন শুটিং করা হয়েছে ‘ডিসকভারি’ চ্যানেল কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছে কংগ্রেস। এ ব্যাপারে কংগ্রেসের তরফে সোমবারই চিঠি দেওয়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষকে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়ে যায় বিতর্ক। বিরোধীরা অভিযোগ করেন, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার জঙ্গিহানায় ৪০ জন আধাসেনা নিহত হওয়ার দিনেই ওই তথ্যচিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদী। সেই সময় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা অভিযোগ করেন, পুলওয়ামার ঘটনার সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত দিন পর সাংবাদিক সম্মেলনেও একই অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে।
প্রায় একই সুরে সোমবার কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, ‘‘গত ১৪ ফেব্রুয়ারি বিকেল সওয়া পাঁচটায় একটি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাতে তিনি পুলওয়ামার ঘটনার উল্লেখ করেননি। পাকিস্তানকে দেননি কোনও হুঁশিয়ারিও।’’
তিওয়ারির দাবি, ‘‘পুলওয়ামার ঘটনার দু’ঘণ্টা পরেও কিছুই জানতেন না প্রধানমন্ত্রী। ওঁরা যদি বলেন, প্রধানমন্ত্রী সেটা জানতেন, তা হলে দু’ঘণ্টা পরে কেন জনসভায় তার কোনও উল্লেখ করলেন না তিনি? এখন মনে হচ্ছে, ওই সময় উনি ছিলেন শুটিংয়েই। এখন ডিসকভারি চ্যানেল কর্তৃপক্ষই জানান, সে দিন কতটা সময় ধরে ক’টা থেকে ক’টা পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর শুটিং চলেছিল উত্তরাখণ্ডের করবেট জাতীয় অভয়ারণ্যে।’’
বিরোধীদের তরফে ওই সময় এমন অভিযোগও করা হয়, গত পাঁচ বছরে উন্নয়নমূলক কাজের যুক্তি দিয়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ গাছ কাটার অনুমোদন দিয়েছে মোদীর সরকার। মোদীর গর্বের মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেনের লাইন বসাতেও কাটা পড়তে চলেছে ৫৪ হাজার ম্যানগ্রোভ। অথচ, ওই তথ্যচিত্রের একটি এপিসোডের জন্য শুটিংয়ে উত্তরাখণ্ডের করবেট জাতীয় অভয়ারণ্যের খরস্রোতা নদীর বুকে ভেলায় ভেসে চলেছেন নরেন্দ্র মোদী। গভীর জঙ্গলের আলো-ছায়া পথে হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব নিয়ে গম্ভীর আলোচনা করছেন সঞ্চালক বেয়ার গ্রিলসের সঙ্গে।