তড়িঘড়ি বিল পাশ করানো নিয়ে মোদী সরকারকে একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷ সংসদে বিল পাশ করানো নিয়ে কেন্দ্রীয় সরকারের তাড়াহুড়োর পেছনে কোনও উদ্দেশ্য রয়েছে বলে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই বিষয়েই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় কড়া ভাষায় বলেন, ‘আমরা পিৎজা ডেলিভারি করছি না কি আইন প্রণয়ন করছি’।
বুধবার ডেরেক রাজ্যসভায় বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বিল পাশ করাচ্ছে তাতে গণতন্ত্রের অপমান করা হচ্ছে৷ সংসদে নাটক চলছে বিল পাশ করানো নিয়ে৷ আর এই নাটক করছে বিজেপি’৷ ডেরেকের অভিযোগ, ‘এইভাবে দ্রুত বিল পাশ করিয়ে নিজেদের একাধিপত্য ফলাতে চাইছে মোদী সরকার৷ সেখানে বিরোধীদের বলার কোনও সুযোগই দেওয়া হচ্ছে না৷ ফলে বিরোধীদের কোণঠাসা করে নিজেদের সুবিধা মত বিল পাশ করিয়ে নেওয়া চলছে’৷
ডেরেক ও ব্রায়েনের দাবি সংসদ বিভিন্ন বিলকে বিশ্লেষণ করে, পর্যালোচনা করা হয়, বিলের সদর্থক ও নঞর্থক দিকগুলি তুলে ধরা হয়৷ কিন্তু এই অধিবেশনে তার কোনও সুযোগ নেই বিরোধীদের সামনে৷ বুধবার নিজের টুইটারে একই প্রশ্ন তুলেছেন ডেরেক। তৃণমূল সাংসদ লিখেছেন, ‘সংসদে বিলগুলির যাচাই এবং বাছাই করার নিয়ম রয়েছে। কিন্তু সংসদে পাশ হওয়া বিলের তালিকা থেকে স্পষ্ট সেই নিয়মে রীতিমতো বুলডোজার চালানো হয়েছে। আমরা কি পিৎজা দিচ্ছি ,না কি আইন পাশ করছি।’ এখনও পর্যন্ত ১৮টি বিল পাশ হয়েছে। যার মধ্যে মাত্র একটিকে স্ক্রুটিনির জন্য পাশ হয়েছে।
সংসদে কোনও স্ক্রুটিনি ছাড়াই বিল পাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছে ১৭টি বিরোধী দল। প্রথা না মেনে কেন্দ্রের শাসক দলের তাড়াহুড়ো করে বিল পাশ করানোর পদ্ধতির বিরুদ্ধেই ওই চিঠি দেওয়া হয়েছে। যেখানে সই করেছেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তৃণমূল, রাষ্ট্রীয় জনতা দল, তেলুগু দেশম পার্টি প্রমুখ।